Jamilnagar, Bogura sadar, Bogura
College EIIN: 130994
শিক্ষা মনুষ্যত্বকে জাগ্রত করে, জাতিকে করে উন্নত, স্বাধীন ও মর্যাদাশীল। আলো যেমন অন্ধকার থেকে মুক্তি দান করে, তেমনি শিক্ষার পরশে ব্যক্তি ও সমাজ চেতনাগত প্রগতি লাভ করে। শিক্ষা সমাজের কুসংস্কার ও সংকীর্ণতার বেড়া ডিঙিয়ে মানুষের জীবনে উন্নতি ও সমৃদ্ধি ঘটায়। তাই পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করার এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় চাই জীবনমুখী যুগোপযোগী কর্মভিত্তিক শিক্ষা। এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে অত্র প্রতিষ্ঠানটি ২০০১ সালে জলেশ্বরীতলায় মাত্র ১৪ জন শিক্ষার্থী নিয়ে ছোট্ট পরিসরে তার অগ্রযাত্রা শুরু করে। অতঃপর ২০০৫ সালে শহরের প্রাণকেন্দ্র এক সময়ের শিল্পনগর খ্যাত জামিলনগরে স্থানান্তরিত হয়। প্রতিশ্রুতিশীল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বল্প সময়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও অধ্যক্ষ মহোদয়ের সুতীক্ষè দৃষ্টিভঙ্গি, সঠিক দিকনির্দেশনা, শিক্ষকমÐলীর আন্তরিকতা, যোগ্যতা, দক্ষতা ও নিরলস পরিশ্রম শিক্ষার্থীদের মননশীল সাধনায় সাফল্যের গন্তব্যে পর্যায়ক্রমে পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটি নার্সারি শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নীত হওয়ায় এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারণের ধারা অব্যাহত রয়েছে। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অনুমোদিত পাঠ্যক্রম ও পাঠ্যসূচির আলোকে গতানুগতিক ধারায় শ্রেণিকক্ষে পাঠদান করা হয়। ফলে শিক্ষার্থীদের চলার পথে সকল স্তরের পাথেয় হিসেবে তাদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলাবোধ, ধর্মীয় ও মানবিক মূল্যবোধের অভাব পরিলক্ষিত হয়।
এ কারণে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, অপরাধ, দুর্নীতি ইত্যাদি অবাঞ্ছিত সামাজিক অস্থিরতা লক্ষ করা যায়। এ অবস্থা নিরসনকল্পে অত্র প্রতিষ্ঠানে পাঠ্যসূচির সহগামী ও সম্পূরক কার্যক্রমের আওতায় ক্ষয়িষ্ণু মূল্যবোধ জাগ্রতকরণ, নৈতিকতা ও শৃঙ্খলা অর্জনের সঠিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও তার প্রয়োগের ক্ষেত্রে সহায়তাদানই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় প্রচলিত শিক্ষা ব্যবস্থার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের আধুনিক, বিজ্ঞানমনস্ক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে সকল শ্রেণিকক্ষ ওয়াইফাই সংযোগ সম্বলিত স্মার্ট টিভির আওতায় এনে ডিজিটাল কনটেন্ট এর মাধ্যমে বাস্তব ও কর্মমুখী শিক্ষাদান পদ্ধতির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের সার্বক্ষণিক নজরদারীর জন্য শ্রেণিকক্ষে সংযোজিত হয়েছে সি.সি. ক্যামেরা ও শিক্ষার্থীর শ্রবণযোগ্যতা ও দৃষ্টিগোচরের জন্য শিক্ষকগণ ব্যবহার করছেন শব্দ প্রেরক যন্ত্র ও মার্কার বোর্ড। তাই আমাদের দৃঢ় প্রত্যাশা অত্র প্রতিষ্ঠান আধুনিক শিক্ষা বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক চেতনার বিকাশ ঘটিয়ে জাতীয় অগ্রগতিতে বলিষ্ঠ ভ‚মিকা পালনে সক্ষম হবে।