Jamilnagar, Bogura sadar, Bogura
College EIIN: 130994
প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য:
১। পুন্ড্রনগরী খ্যাত বগুড়া ও তার পার্শ্ববর্তী জেলাসমূহের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে উত্তরবঙ্গে প্রথম মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করে উপযোগী পরিবেশে পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের এ প্রতিষ্ঠানে ভর্তি করা।
২। নিরলস জ্ঞানচর্চার মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।
৩। উপযুক্ত পরিবেশে জাতীয় শিক্ষানীতির আলোকে প্রণীত সিলেবাস অনুযায়ী সকল স্তরে শিক্ষাদান।
৪। শিক্ষার্থীদের চিন্তা-চেতনায় এবং কর্মে সৃজনশীল, জনকল্যাণ ও মানবসেবাবোধে জাগ্রত করে তোলা।
৫। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ত্রিমাত্রিক যোগাযোগ স্থাপন করা।
৬। শিক্ষার্থীর নৈতিক, সামাজিক, শারীরিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে মূল্যবান অবদান রেখে জাতিকে গতিশীল নেতৃত্ব দানের উপযোগী করে গড়ে তোলা।
৭। শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় অনুশীলন ও শিক্ষাদানের মাধ্যমে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, মানবিকতা, আচরণিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং কর্মময় জীবনে এসব গুণাবলির উন্মেষ ঘটানো।
৮। নির্ধারিত পাঠ্যক্রম ছাড়াও সহপাঠ্যক্রমিক কার্যক্রম যেমন: সাহিত্য ও সংস্কৃতিচর্চা, বিতর্ক, গণিত অলিম্পিয়াড, সাধারণ জ্ঞান, খেলাধুলা প্রভৃতি কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক বিকাশে সাহায্য করা।