জাতি গঠনে বিদ্যালয়ের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। তবে আজকের বিশ্বে বিদ্যালয়ের কার্যকারিতা শুধুমাত্র পাঠ্যক্রমভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ নয়। প্রযুক্তিনির্ভর এই যুগে বিদ্যালয়কে হতে হয় দক্ষ মানবসম্পদ তৈরির প্ল্যাটফর্ম, যেখানে জ্ঞান, সৃজনশীলতা, ও উদ্ভাবনী চেতনার বিকাশ ঘটে যুগোপযোগী পদ্ধতিতে।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে হলে তাদের মধ্যে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, বিশ্লেষণমূলক চিন্তা এবং সমস্যা সমাধানের সক্ষমতা গড়ে তোলা জরুরি। সেই লক্ষ্যেই ‘করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ’ আধুনিক শিক্ষার ধারায় নিজেদের যুক্ত করেছে। এরই অংশ হিসেবে আমাদের নিজস্ব ওয়েবসাইট চালু করা হয়েছে—যা শিক্ষার্থীদের জন্য একটি ডিজিটাল মঞ্চ, যেখানে তারা নিজেদের চিন্তা, কল্পনা ও সৃজনশীলতাকে উপস্থাপন করতে পারে।
এই ওয়েবসাইট কেবল তথ্য আদান-প্রদানের মাধ্যম নয়, বরং এটি প্রযুক্তিনির্ভর লেখালেখি, ডিজিটাল চিত্রাঙ্কন, ভার্চুয়াল প্রজেক্ট উপস্থাপনা এবং নানা ধরণের শিখনভিত্তিক কার্যক্রমের একটি প্ল্যাটফর্ম। শিক্ষার্থীরা এখানে নিজেদের ভাবনা ও সৃষ্টি প্রকাশ করে ভবিষ্যতের জন্য নিজেদের আরও প্রস্তুত করছে।
আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা প্রযুক্তি ও সৃজনশীলতাকে সঙ্গে নিয়ে অদূর ভবিষ্যতে মুক্তচিন্তার অধিকারী একজন দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজস্ব অবস্থান তৈরি করতে পারবে।
আমার শুভকামনা রইল তাদের জন্য, যারা এই ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে নিরলস পরিশ্রম করেছে। সেইসঙ্গে, সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং কারিগরি সহায়তাকারীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
মহান আল্লাহ তাআলা আমাদের সকল উদ্যোগে সফলতা ও বরকত দান করুন—এই কামনায়।
মোজাম্মেল হক
চেয়ারম্যান
করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া