Karatoa Multimedia School & College

Jamilnagar, Bogura sadar, Bogura

College EIIN: 130994

অধ্যক্ষের বাণী

Photo of অধ্যক্ষের বাণী<br>

অধ্যক্ষের বাণী<br>


বর্তমান বিশ্ব এক অভূতপূর্ব প্রযুক্তিগত বিপ্লবের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। শিক্ষা আজ আর কেবল বই-পুস্তকে সীমাবদ্ধ নয়; বরং তা তথ্যপ্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী ও বাস্তবমুখী হয়ে উঠেছে। একবিংশ শতাব্দীর চাহিদা পূরণে শিক্ষার্থীদের প্রযুক্তি, নৈতিকতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তোলা সময়ের দাবি। করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ সেই লক্ষ্যকে সামনে রেখেই একটি আধুনিক, প্রযুক্তিসমৃদ্ধ ও জীবনঘনিষ্ঠ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের শ্রেণিকক্ষগুলোতে মাল্টিমিডিয়া পদ্ধতি ব্যবহার করে পাঠদান করা হয়, শিক্ষার্থীরা অংশ নিচ্ছে ভার্চুয়াল প্রজেক্ট উপস্থাপনায়, অনলাইন মূল্যায়নে ও ই-লার্নিং প্ল্যাটফর্মে। অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবেও আমরা ব্যবহার করছি আধুনিক ওয়েবসেবা। আমাদের নিজস্ব ওয়েবসাইট এখন শুধু একটি তথ্যভাণ্ডার নয়—বরং এটি শিক্ষার্থীদের সৃজনশীল প্রকাশের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। এখানে শিক্ষার্থীরা তাদের লেখা, চিত্রাঙ্কন, প্রবন্ধ এবং অন্যান্য সৃজনশীল কাজ শেয়ার করতে পারছে যা তাদের আত্মবিশ্বাস ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। আমি বিশ্বাস করি, এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে আরও উৎসাহিত হবে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে পারবে। শিক্ষা ও প্রযুক্তির মেলবন্ধনে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ আগামী দিনেও শিক্ষার গুণগত মান উন্নয়নে নেতৃত্ব দিতে সক্ষম হবে—এই প্রত্যাশা করি। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। — অধ্যক্ষ করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ বগুড়া